মিশরে জরুরি অবস্থা প্রত্যাহার
মিশরে জরুরি অবস্থা ও কারফিউ প্রত্যাহার করা হয়েছে। মিশরের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে মঙ্গলবার পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
দায়িত্ব গ্রহণের মাত্র এক বছরের মাথায় গত ৩ জুলাই গণবিক্ষোভের মুখে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সরিয়ে দেয় সেনাবাহিনী। একই সঙ্গে দেশের সংবিধান স্থগিত করে প্রধান বিচারপতি আদলি মানসুরকে অন্তর্বর্তী সরকারের প্রধান করা হয়। গত ১৪ আগস্ট থেকেই সেখানে জরুরি অবস্থা চলছিল। সূত্র: বিবিসি।