স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে বৈঠক
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয়ে মিসরের প্রধান ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনা করেছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সোমবার কায়রোর আল-আজহার মসজিদের প্রধান শেখ আহমেদ-এল-তায়েব এবং মিসরের অন্যান্য প্রধান ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন আব্বাস। তিনদিনের সফরে ফিলিস্তিন রাষ্ট্রের সীমান্ত রেখা এবং রাজধানী জেরুজালেমের বিষয়ে আলোচনা করেন তারা। এদিকে ইসরাইলের পক্ষ থেকে জেরুজালেম এলাকা দাবি করা হলেও এ বিষয়ে ফিলিস্তিন এক চুল পরিমাণ ছাড় দেবে না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।