ফেডারেশন অব বাংলদেশি ক্যাটারার্স ইউকে এর উদ্যোগে সুইন্ডনে সভা অনুষ্ঠিত

Bishwaফেডারেশন অব বাংলদেশি ক্যাটারার্স ইউকে এর উদ্যোগে গত ৩০ জুন ২০১৩ রোববার সুইন্ডনের মিয়া রেস্টুরেন্টে এক সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট কমুনিটি নেতা এম এ কাহারের সভাপতিত্বে ও আরজু মিয়া এমবিই এর পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি ইয়াওর খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এম মনিরুজ্জামান, মোজাম্মিল আলী, সুলেখক ও ঢাকা পোস্ট সম্পাদক অধ্যাপক ওমর ফারুক, ড. রফি উদ্দিন আহমদ, ফয়জুর রহমান, আতিকুর রহমান, আবদুল বশর, আলী আফতাব নওয়াব আলী, ইসলাম উদ্দিন, সমর আলী, আতিকুর রহমান, নুরুজ আলী, আবু বকর, এম এ কাদের, কাউন্সিলর জুনাব আলী, কাউন্সিলর এম এ আমিন, আফরোজ আলী  মকরম প্রমূখ। এছাড়া উক্ত সভায় সুইন্ডন, বাথ, ব্রিস্টল, চিপেনহাম, উইটনি, গ্লুসেস্টারশায়ার, অক্টফোর্ডশায়ারসহ বিভিন্ন এলাকার বিভিন্ন পেশাগত সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এতে ফেডারেশন অব বাংলদেশি ক্যাটারার্স ইউকে এর সভাপতি ইয়াওর খান বলেন, আমরা অনতিবিলম্বে ফেডারেশন অব বাংলদেশি ক্যাটারার্স ইউকে  সংগঠনটিকে যুক্তরাজ্যে ১২টি রিজিয়নে বিভক্ত করে কাজ শুরু করতে চাই। এতে প্রথম রিজিয়ন হিসেবে সর্বপ্রথম সুইন্ডন ও সাউথওয়েস্ট রিজিয়ন এর নাম ঘোষণা করছি। অনুষ্ঠানের সভাপতি এম এ কাহার এ রিজিয়নের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির নাম ঘোষণা করলে উপস্থিত সকলেই মুহুর্মুহু করতালির মধ্য দিয়ে এতে সমর্থন প্রদান করেন।  উক্ত আহবায়ক কমিটিতে বিশিষ্ট কমুনিটি নেতা আরজু মিয়া এমবিইকে আহবায়ক, আফরোজ আলী মকরমকে এবং হানিফ  রব্বানীকে যুগ্ম আহবায়ক করা হয়।
প্রথিতযশা লেখক, সাংবাদিক ও ইংরেজি সাপ্তাহিক ঢাকা পোস্ট সম্পাদক অধ্যাপক ওমর ফারুক তাঁর বক্তব্যে বলেন, আমি এ সংগঠন শুরুর দিক থেকে এ সংগঠন প্রতিষ্ঠায় বিভিন্নভাবে সহযোগিতা  দিয়ে এসেছি। এ সংগঠন শুধুমাত্র বাংলাদেশি ক্যাটারার্সদের সমস্যা নিয়ে কাজ করছে না। বরং জাতি ও গোত্র নির্বিশেষে সকল ক্যাটারার্স এর সমস্যা নিয়ে কাজ করছে। তিনি আরও বলেন, আরজু মিয়া এমবিই এ সংগঠনের প্রতিষ্ঠা লগ্ন থেকে এ সংগঠনের সাথে জড়িত এবং আশা করা যায় তার নেতৃত্বে এ সংগঠন এ রিজিয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।
আরজু মিয়া এমবিই উপস্থিত সকলকে পরিচয় করিয়ে দেন এবং এ সভার সভাপতি এম এ কাহার সকলকে ধন্যবাদ জানান।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button