ইইউ জোটে থাকা না-থাকা নিয়ে ব্রিটিশ জনগণ দ্বিধা বিভক্ত
ইউরোপীয় ইউনিয়ন-ইইউতে থাকা না-থাকা নিয়ে ব্রিটিশ জনগণ দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে। জনমত জরিপ সংস্থা ‘ইউগভ’ পরিচালিত জরিপে দেখা গেছে ইউরোপীয় ইউনিয়নে থাকা না-থাকা ইস্যুতে গণভোট হলে ৩৯ শতাংশ মানুষ ইইউ জোট ছাড়ার পক্ষে মত দেবেন। ঠিক সমপরিমাণ মানুষ বিপরীত অবস্থানে থাকবেন।
তবে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্কে সংস্কার আনার ক্ষেত্রে বর্তমান প্রধামন্ত্রী ডেভিড ক্যামেরন সফল হলে ৫২ শতাংশ মানুষ ওই জোটে থাকার পক্ষে ভোট দেবেন বলে জনমত জরিপের ফলাফলে জানা গেছে। চলতি বছরের শুরুতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ইউরোপীয় ইউনিয়নে ব্রিটেনের সদস্যপদ বহাল রাখার প্রশ্নে গণভোটের প্রতিশ্রুতি দিয়েছেন।
তিনি বলেছেন, তার দল কনজারভেটিভ পার্টি আবার নির্বাচিত হলে ২০১৮ সালের মধ্যেই গণভোট হবে। ইউরোপীয় ইউনিয়নে ব্রিটেনের থাকা উচিত কি উচিত নয়, তা নিয়ে দেশটিতে রাজনৈতিক বিতর্ক বহু বছর ধরে। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির একটি প্রভাবশালী অংশও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের বিরোধিতা করছে।