সৌদি আরব জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য হলো
এই প্রথমবারের মতো সৌদি আরব জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হলো। তারা ১৪০ ভোট পেয়েছে। উল্লেখ্য, সৌদি আরবে মানবাধিকার পরিস্থিতি উন্নত নয় বিধায় আগে কখনও এ সংস্থায় সদস্য হওয়ার যোগ্যতা অর্জনে সক্ষম হয়নি। ১২ নভেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে গোপন ব্যালট ভোটে ১৪টি দেশ ৩ বছরের জন্য সদস্য হিসেবে নির্বাচিত হলো। এ টার্ম শুরু হবে আসছে ১ জানুয়ারি থেকে। দেশগুলো হচ্ছে আলজেরিয়া, চীন, কিউবা, ফ্রান্স, মালদ্বীপ, মেক্সিকো, মরক্কো, নামিবিয়া, সৌদি আরব, সাউথ আফ্রিকা, মেসিডোনিয়ার সাবেক যুগোস্লাভিয়া রিপাবলিক, ভিয়েতনাম, রাশিয়া এবং যুক্তরাজ্য। ৪৭ সদস্যের এ কাউন্সিল জাতিসংঘের সদস্য রাষ্ট্রের মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে কাজ করে। যেসব দেশ মানবাধিকার লঙ্ঘন করে সেগুলোকে সংশোধনের নোটিশ দেয় এ কাউন্সিল। এর সদর দফতর হচ্ছে জেনেভায়। এ কাউন্সিলের সদস্য আফ্রিকা অঞ্চল ১৩, এশিয়া ১৩, ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ান রাজ্য ৮, ওয়েস্টার্ন ইউরোপ এবং অন্যান্য দেশ ৭, পূর্ব ইউরোপের ৬টি দেশ। সদ্য নির্বাচিত ১৪ দেশের বাইরের সদস্য রাষ্ট্রগুলো হলো আর্জেন্টিনা, বেনিন, চিলি, এস্টানিয়া, গ্যাবন, ভারত, জাপান, কাজাকস্তান, মন্টিনেগ্রো, পাকিস্তান, কোরিয়া, সিয়েরা লিওন, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র ও ভেনিজুয়েলা।