ইমিগ্রেশন রিফর্ম বিল পাসের দাবিতে নিউ ইয়র্কে অনশন
এ বছরও পাস হচ্ছে না ইমিগ্রেশন রিফর্ম বিল। এ জন্য ইমিগ্র্যান্ট কম্যুনিটিতে সৃষ্ট ক্ষোভের পরিপ্রেক্ষিতে কয়েক সপ্তাহের আইন অমান্য আন্দোলনের পর চূড়ান্ত কর্মসূচি হিসেবে তিন দিনের অনশন শুরু হয়েছে। ১২ নভেম্বর নিউ ইয়র্কে এ অনশনের প্রেক্ষাপট উপস্থাপন করেন ডেমক্র্যাটিক পার্টির কংগ্রেসম্যান জেরাল্ড নেদলার। এর আগে আইন অমান্য আন্দোলনে অংশ নিয়ে আটজন কংগ্রেসম্যান, শতাধিক মানবাধিকার কর্মীর সাথে গ্রেফতার হয়েছিলেন বাংলাদেশী আমেরিকান মাজেদা উদ্দিন। অনশনের নয়া এ কর্মসূচিতেও অংশ নিচ্ছেন বাংলাদেশীরা। উল্লেখ্য অবৈধ ইমিগ্র্যান্টদের মধ্যে অন্তত এক লাখ বাংলাদেশীও রয়েছেন। ১১ মিলিয়ন অবৈধ ইমিগ্র্যান্টের বৈধতা প্রদানে রিপাবলিকানদের সীমাহীন গড়িমসির প্রতিবাদ এবং অবিলম্বে সিনেটে পাস হওয়া বিলের পরিপূরক একটি বিল হাউজে পাস করার দাবিতে ১২ নভেম্বর সকালে নিউ ইয়র্ক সিটির ম্যানহাটানে সেন্ট প্যাট্রিকস ক্যাথেড্রেল থেকে একটি পদযাত্রা শুরু হয়েছে। ১১ মাইল পথ পেরিয়ে তা যাবে সিটির স্ট্যাটেন আইল্যান্ড বরোতে অবস্থিত রিপাবলিকান কংগ্রেসম্যান মাইকেল গ্রিমের অফিসে (২৬৫ নিউ ড্রপ, এলএন # ২, স্ট্যাটেন আইল্যান্ড, এনওয়াই ১০৩০৬)। সেখানে তারা তিন দিনের অনশন কর্মসূচিতে অংশ নেবেন। ১৫ নভেম্বর শেষ হবে অনশনের এ কর্মসূচি। সত্যিকারের ইমিগ্রেশন বিল পাসের দাবিতে নিউ ইয়র্কে আন্দোলনরত সংস্থাগুলোর যৌথ এ কর্মসূচির সমন্বয় করছে নিউ ইয়র্ক ইমিগ্রেশন কোয়ালিশন। এ কর্মসূচিতে অংশ নিচ্ছে ধর্মীয় সংগঠক, ইমিগ্র্যান্ট অ্যাডভোকেট, মানবাধিকার সংগঠক, শ্রমিক ইউনিয়নের নেতা এবং ছাত্রছাত্রীরা।