রেকর্ড ৮ কোটি ৩০ লাখ ডলারে বিক্রি হলো ‘পিংক স্টার’ ডায়মন্ড
জেনেভায় আয়োজিত এক নিলাম অনুষ্ঠানে রেকর্ড দামে বিক্রি হয়ে গেলো ‘পিংক স্টার’ নামের একটি ডায়মণ্ড। ৮ কোটি ৩০ লাখ ডলারে ডায়মন্ডটি বিক্রি হয়। ধারণা করা হয়েছিল, এটি ৬ কোটি ডলারে বিক্রি হবে। বিখ্যাত নিলাম সংস্থা সোদেবি’জ এর ইউরোপ ও মধ্যপ্রাচ্য অঞ্চলের চেয়ারম্যান ডেভিড বেনেট জেনেভার একটি হোটেলে তীব্র নিলাম প্রতিযোগিতার ৫ মিনিট পর তার হাতুড়িটি ঠুঁকলেন। তবে, পিংক স্টারের মালিকের নাম, পরিচয় প্রকাশ করা হয়নি। ডায়মন্ডটি কিনে নেয়া ব্যক্তি দাবি করেছেন, অপর এক ব্যক্তির হয়ে তিনি ডায়মন্ডটি কিনেছেন যিনি তার নাম-ঠিকানা প্রকাশ করতে চান না। টেলিফোনে দাম হাঁকা এক প্রতিযোগীকে পেছনে ফেলেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। সুইস ফ্র্যাঙ্কে দাম হাঁকা শুরু হয়। ৪ কোটি ৮০ লাখ ফ্র্যাঙ্ক থেকে এক মুহূর্তে যখন ৬ কোটি ৭০ লাখ ফ্র্যাঙ্কে দাম উঠে যায়, তখন সেখানে দীর্ঘ নীরবতা নেমে আসে। শেষ পর্যন্ত ৬ কোটি ৮০ লাখ ফ্র্যাঙ্ক অর্থাৎ ৮ কোটি ৩০ লাখ ডলার পর্যন্ত দাম হাঁকেন ওই ব্যক্তি। এরপর আর কেউ কোন সাড়া না দিলে, সেটি বিক্রি হয়ে যায়। পিংক স্টার ডায়মন্ডটি প্রদর্শনের সময় ‘পিংক প্যান্থার’ চলচ্চিত্রের থিম টিউনটি বাজানো হয়। এতে মুহুর্মুহু হাততালি দিতে থাকেন নিলামে অংশ নেয়া প্রায় দেড় শ’ মানুষ। ৩ বছর আগে ৪ কোটি ৬২ লাখ ডলারে সোদেবি’জ নিলাম সংস্থার এক নিলামে ‘গ্রাফ পিংক’ নামের একটি রতœখচিত পাথর বিক্রি হয়েছিল। কিন্তু, সে রেকর্র্ড এবার ভেঙে গেলো।