পরীক্ষায় শিক্ষার্থীদের লেখা পেট ফাটানো হাসির উত্তর ফাঁস…
মার্কিন লেখক রিচার্ড বেনসন তার নতুন ‘এফ ইন স্কুল: ব্লান্ডার্স, ব্যাকচ্যাট অ্যান্ড ব্যাড এক্সকিউজেস’ গ্রন্থের জন্য একেবারে বাস্তব জীবনের বেশ কিছু মজার ঘটনা তুলে ধরেছেন। এ জন্য তাকে বেশ পরিশ্রম করতে হয়েছে। প্রথমেই এ ধরনের অদ্ভুত কার্যকলাপের একটি দীর্ঘ তালিকা তৈরি করতে হয়েছে। প্রকৃত তথ্য সংকলনের পর সেগুলো বইয়ে সন্নিবেশিত করেছেন তিনি। এবার সরাসরি বইটিতে বাস্তব জীবন থেকে নেয়া কিছু মজার ঘটনার কথা উল্লেখ করা যাক। রিচার্ড বেনসন লিখেছেন, এক শিক্ষার্থীর প্রশ্নপত্রে একটি প্রশ্ন ছিল, তোমার মায়ের বোনকে এক শব্দে তুমি কিভাবে বর্ণনা করবে? ওই শিক্ষার্থীর সোজা-সাপ্টা উত্তর ছিল ‘মোটা’। স্বাভাবিকভাবেই, উত্তরটি হওয়ার কথা ছিল খালা। যাই হোক। এমনই বেশ কিছু মজার ঘটনা উপস্থাপন করা হয়েছে বইটিতে। ‘ক্যাপিটাল পানিশমেন্ট’- এর অর্থ মৃত্যুদণ্ড, সেটা প্রায় সবাই জানেন। কিন্তু, যখন এক শিক্ষার্থীর কাছে ক্যাপিটাল পানিশমেন্ট কি বোঝায়, তা উত্তরপত্রে লিখতে বলা হলো, তার উত্তরটি ছিল এরকম: যখন কেউ বাক্যের শুরুতে বড় হাতের অক্ষর বা ক্যাপিটাল লেটার লিখতে ভুলে যায়, তখন তাকে এ ধরনের শাস্তি দেয়া হয়। আরেক শিক্ষার্থীকে জিজ্ঞেস করা হয়েছিল, মিশরের পিরামিডের ভেতর কি রয়েছে? তার সরল উত্তর ছিল ‘ড্যাডিজ’ অর্থাৎ তার ধারণা পিতাদের সেখানে রাখা হয়। মজার ব্যাপার হচ্ছে, ইংরেজিতে একই উচ্চারণ ও বানানে ‘মামি’র অর্থ মা, আবার মমিও হয়। সেই শিক্ষার্থী মনে হয় এ বিষয়টিকেই গুলিয়ে ফেলে বলেছে ড্যাডি। মমি বিষয়টা বোঝা তো অনেক পরের কথা।