টাওয়ার হ্যামলেটসে অপরাধ বেড়েছে
২০১০ থেকে টাওয়ার হ্যামলেটসে অপরাধ প্রবনতা ৯ শতাংশ বৃদ্ধি, নিউহ্যামে ৬ শতাংশ এবং হেকনিতে ৩ শতাংশ হ্রাস
২০১০ সালের পর থেকে টাওয়ার হ্যামলেটসে অপরাধ প্রবনতা ৯ শতাংশ বেড়ে যাওয়ার ফলে সৃষ্ট উদ্বেগের প্রেক্ষিতে প্রতিবেশী বারাগুলোতে অপরাধের হার বিশ্লেষন করেছে লেবার পার্টি। দেখা গেছে, মেট্রোপলিটান পুলিশের দেয়া তথ্য অনুযায়ী নিউহ্যাম ও হেকনি বারায় ঐ একই সময়সীমায় অপরাধ প্রবনতা বরং কমেছে। পুলিশসূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, রিপোর্ট করা হয়েছে- এ ধরনের অপরাধ নিউহ্যামে ৬ শতাংশ এবং হেকনিতে ৩ শতাংশ হ্রাস পেয়েছে। অপরাধ দমনে সাফল্য অর্জনকারী লেবার নেতৃত্বাধীন বারাদু’টির নেতৃবৃন্দ বলছেন, টাওয়ার হ্যামলেটসের মেয়র বারার ক্রাইম ইস্যু নিয়ে এক ধরনের ‘আত্মতুষ্টি’তে ভুগছেন।
লেবার মনে করে, অন্যান্য লেবার নিয়ন্ত্রনাধীন কাউন্সিলগুলো যেভাবে স্থানীয় পুলিশ-প্রশাসনের সাথে সমন্বিত উদ্যোগের মাধ্যমে অসামাজিক কার্যকলাপ ও অপরাধ প্রবনতা কমাতে কাজ করে যাচ্ছে, টাওয়ার হ্যামলেটসে সেভাবে কাজ করা গেলে অনেক ভালো ফল পাওয়া সম্ভব ছিলো। লেবার পার্টি জানিয়েছে, কাউন্সিলে বিরোধীদল হবার পরও তারা স্থানীয় বাসিন্দাদের পরামর্শের ভিত্তিতে এলাকার অপরাধ দমনে ব্যাপকভিত্তিক কাজ শুরু করেছে।
এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে লেবার গ্রুপ নেতা কাউন্সিলর সিরাজুল ইসলাম বলেন, ‘এটা বোঝা মুশকিল যে টাওয়ার হ্যামলেটস-এ অপরাধ প্রবনতা কেন ৯ শতাংশ বেড়ে গেলো; যেখানে অন্যান্য প্রতিবেশী বারায় এই হার ৩ শতাংশ থেকে ৬ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে। এমনি এক জটিল পরিস্থিতিতে বিষয়টি নিয়ে টাওয়ার হ্যামলেটস বারার মেয়রের এক ধরনের আত্মতুষ্টি আমাদেরকে উদ্বিগ্ন করে তুলেছে।’
তিনি আরো বলেন, ‘লেবার নিয়ন্ত্রিত ইস্ট লন্ডনের অন্যান্য বারাগুলোতে পুলিশের সাথে পার্টনারশীপের মাধ্যমে কাজ করে অপরাধ দমনে দারুন সাফল্য অর্জিত হয়েছে।’
অন্যদিকে টাওয়ার হ্যামলেটস বারার আসন্ন মেয়র নির্বাচনে লেবার দলীয় প্রার্থী জন বিগস বলেন, ‘এটা দু:খজনক যে- মেয়রকে স্থানীয় পুলিশ কর্মকর্তাদের সাথে বিভিন্ন সময়ে ফটো সেশনে দেখা গেলেও, টাওয়ার হ্যামলেটসে অপরাধ প্রবনতা বেড়েই চলেছে। তিনি বলেন, ‘টাওয়ার হ্যামলেটস হচ্ছে পূর্ব লন্ডনের একমাত্র বারা যেখানে অপরাধের মাত্রা এভাবে বেড়ে চলেছে-যা কলঙ্কজনকও বটে।’
জন বিগস আরো বলেন, ‘মেয়রের উপলব্ধি করা প্রয়োজন, নেতৃত্বদান কেবল ফটো তোলার মধ্যেই সীমাবদ্ধ নয়’।