ইউনেস্কো’র নির্বাহী পরিষদে নির্বাচিত হয়েছে বাংলাদেশ

ইউনেস্কো’র নির্বাহী পরিষদে ৫ বছরের জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। ২০১৩ থেকে ২০১৭ সালের জন্য ইউনেস্কো’র সাধারণ সম্মেলনের ৩৭তম সেশনে ১৫২ ভোট পেয়ে নির্বাচিত হয় বাংলাদেশ। এ নিয়ে ৬ষ্ঠ বারের মতো বাংলাদেশ ইউনেস্কো’র নির্বাহী পরিষদে নির্বাচিত হয়।
১৯৭২ সালে বাংলাদেশ ইউনেস্কো’র সদস্যপদ লাভ করে। পরবর্তীতে বাংলাদেশ ইউনেস্কো’র বিভিন্ন কার্যক্রমে দায়িত্বশীলভাবে অংশগ্রহণ করে। ১৯৯৯ সালে ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেয় ইউনেস্কো।
প্রসঙ্গত, ইউনেস্কোর ৩৭তম সেশনে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন শিক্ষা সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী। তার সঙ্গে ছিলেন-ইউনেস্কোর রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি এম সাহিদুল ইসলাম, ইউনেস্কোর বাংলাদেশ জাতীয় কমিশনের সচিব মঞ্জুর হোসেইন, পররাষ্ট্রমন্ত্রণালয়ের জাতিসংঘ বিষয়ক সিনিয়র সহকারী সচিব সিলেহ সালেহিন, প্যারিসের বাংলাদেশ ফাষ্ট সেক্রেটারি মো. ওলিয়ুর রহমান এবং প্যারিসে বাংলাদেশের সেকেন্ড সেক্রেটারি মিসেস ফারহানা আহম্মেদ চৌধুরী।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button