জুলাই-সেপ্টেম্বরে ফ্রান্সের অর্থনীতি ০.১ শতাংশ হ্রাস পেয়েছে
ফ্রান্সের অর্থনীতি চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে ০.১ শতাংশ হ্রাস পেয়েছে। দেশটির জাতীয় পরিসংখ্যান সংস্থা-আইএনএসইই’র হিসাবে এ কথা স্বীকার করা হয়েছে। আইএনএসইই’র বৃহস্পতিবার প্রকাশিত তথ্য দেখা যায়, জুলাই থেকে সেপ্টেম্বর এ তিনমাসে ফ্রান্সের অর্থনীতি ০.১ শতাংশ হ্রাস পেয়েছে। ফরাসি রফতানি ১.৫ শতাংশ এবং ব্যবস্থা খাতে বিনিয়োগ ০.৫ শতাংশ কমার কারণে এমনটি ঘটেছে বলে সংস্থাটি জানিয়েছে।
অবশ্য চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিক ফ্রান্সের অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটেছিল ০.৫ শতাংশ। কিন্তু এ প্রবৃদ্ধির হার শেষ পর্যন্ত টিকে থাকবে এমনটি মোটেও প্রত্যাশা করেননি ফরাসি অর্থনীতিবিদরা। শুধু ফ্রান্স নয় বরং ইউরোপীয় অন্যান্য দেশেরও অর্থনীতিও একইভাবে সংকুচিত হয়েছে।