প্রধানমন্ত্রী কলম্বো পৌঁছেছেন

Hasinaপ্রধানমন্ত্রী শেখ হাসিনা কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলন (সিএইচওজিএম) ২০১৩তে যোগদানের উদ্দেশ্যে দু’দিনের সফরে বৃহস্পতিবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বো পৌঁছেছেন।
শুক্রবার সকালে শ্রীলংকার রাজধানীতে নেলুন পাকুনা (পদ্ম পুকুর) মহিন্দা রাজাপাকসে থিয়েটারে তিন দিনের এই সম্মেলন শুরু হচ্ছে। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৫টায় কলম্বোয় বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
শ্রীলংকা সরকারের একজন প্রতিনিধি এবং কলম্বোয় বাংলাদেশের হাই কমিশনার সুফিউর রহমান প্রধানমন্ত্রীকে বিমান বন্দরে স্বাগত জানান। এর আগে প্রধানমন্ত্রী বাংলাদেশ সময় বেলা ২টা ১০ মিনিটে কলম্বোর উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
অন্যান্যের মধ্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, এরজিআরডি ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দীন খান আলমগীর, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান, রেলওয়ে মন্ত্রী মুজিবুল হক এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে বিমান বন্দরে উপস্থিত ছিলেন। এছাড়া কেবিনেট সচিব এম মোশাররফ হোসেন ভূঁইয়া, তিন বাহিনীর প্রধানগণ এবং পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।
সরকারি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠান ও অফিসিয়াল ফটো সেশনে যোগ দেবেন এবং সিএইচওজিএম-এর নির্বাহী অধিবেশনে অংশ নেবেন। সম্মেলনের পাশাপাশি শেখ হাসিনা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মহিন্দা রাজাপাকসে, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশীদের সংগে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। সফরকালে অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, এম্বাসেডর এ্যাট লার্জ এম জিয়াউদ্দীন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ মোঃ ওয়াহিদ উজ জামান ও তথ্য সচিব আবুল কালাম আজাদ প্রধানমন্ত্রীর সংগে রয়েছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button