ব্রিটেনে শুক্র ও শনিবার রেস্টুরেন্টে ইউকেবিএ’র অভিযান বন্ধ হচ্ছে
ইউকে বর্ডার এজেন্সি সাউথ ওয়েষ্ট আইসিই টিমের প্রধান ক্যানি চাপম্যান বলেছেন রেস্টুরেন্টে অবৈধ ইমির্গ্যান্ট অভিযান পরিচালনার ক্ষেত্রে ভবিষ্যতে শুক্র ও শনিবার অভিযান পরিচালনা বন্ধ করা যায় কিনা তা সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে এবং আগামী কয়েক বছরের মধ্যে নির্ভুল ভাবে স্টাফ সংগ্রহ করতে নতুন সিস্টেমের বায়োমেট্রিক কার্ড প্রদান করা হবে। যা দেখে একজন ব্যবসায়ী সহজেই বৈধ অবৈধ ইমিগ্রেন্ট সনাক্ত করতে পারবেন।
বিসিএ সাউথ ওয়েষ্ট রিজিওনের প্রেসিডেন্ট এনামুল হক চৌধুরীর সভাপতিত্বে গত ১২ নভেম্বর মঙ্গলবার বিসিএ সাউথ ওয়েষ্ট রিজিওনের উদ্যোগে সুইন্ডনের জুরিস ইন হোটেলে ইউকে বর্ডার এজেন্সির সাথে ডভলাপিং ট্রাষ্ট থ্রো রিজিওনাল পার্টনারসিপ শীর্ষক এক সেমিনারে ইমিগ্রেশন কর্মকর্তাগন সহজে অবৈধ শ্রমিক সনাক্তের বিষয়ে পরামর্শ প্রদান করেন।
এসময় ইমিগ্রেশন কর্মকর্তাগন বেশ কয়েকটি নকল পার্সপোট ও ইন্সুরেন্স কার্ড ব্যবসায়ীদের দেখিয়ে কিভাবে তা সনাক্ত করবেন সে স¤পর্কে ধারনা প্রদান করেন। সেমিনারে বক্তারা রেস্টুরেন্টের ভিজি আওয়ারে ইউকে বিএ এর অভিযান পরিচালনা বন্ধ, অভিযানের ফলে শত শত রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাওয়া সহ রেষ্টুররেন্টের শ্রমিক সংকট দুর করতে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।ইমিগ্রেশন কর্মকর্তাগন ব্রিটেনের ১২ হাজার রেস্টুরেন্ট ও প্রায় ১লাখ কর্মরত শ্রমিকের বৃহৎ সংগঠন বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশনের সাথে পার্টশীপের মাধ্যমে অবৈধ শ্রমিক সনাক্তে মালিক পক্ষকে দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করা ও অভিযান পরিচালনায় আরো বেশি সর্তকতার বিষয়ে গুরুত্বারোপ করেন। এসময় তারা শ্রমিক নিয়োগের পূর্বে
ভাল করে পাসপোর্ট, ভিসার মেয়াদ, কাজের পারমিশন আছে কিনা তা দেখার আহবান জানান। সেক্ষেত্রে যদি কোন কারনে প্রতিষ্ঠানের মালিক নকল পাসপোর্ট সনাক্ত নাও করতে পারেন তবে অনেকক্ষেত্রে তিনি জরিমানা থেকে মাফ পেতে পারেন। কর্মকর্তাগন শ্রমিক নিয়োগের ক্ষেত্রে হোম অফিসের ওয়েব সাইডে গিয়ে পরিক্ষা করে দেখার আহবান জানান। বিসিএ সাউথ ওয়েষ্ট রিজিওনের সাধারণ স¤পাদক আলা উদ্দিন বাবুলের পরিচালনায় সেমিনারে বক্তব্য রাখেন ইমিগ্রেশন কর্মকর্তা লুইস চাপলিন। সেমিনারে বিসিএ সাউথ ওয়েষ্ট
রিজিওনের অন্যান্যের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ফজলুর রহমান, হাফিজুর রহমান, এম আলী আফরোজ, জিল্লুল হক, মোসলেহ উদ্দিন, বদর আহমদ চৌধুরী, সিপন রায়, আমিরুল হক বাবলু, ওয়ালিদ মিয়া হেলাল, রাকিব আলী, আশরাফুল চৌধুরী, আতাউর রহমান চকদার, মোজাম্মিল আলী, রফিক আলী, আসিফ রাব্বানী, হানিফ রাব্বানী, আনজি রিব প্রমুখ।