বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি মোঃ আব্দুল খালিকের ইন্তেকাল

Abdul Kaliq‘সাড়ে ছয় কুড়ি’ বছর বয়সের প্রবীণ ব্যক্তি মোঃ আব্দুল খালিক (১৩০) ১২ নভেম্বর মঙ্গলবার দিবাগত রাত ১১টা ৩৫ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে ৪ মেয়ে, নাতি-নাতনি, অসংখ্য আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন। সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাঙ্গালগাঁও গ্রামের মরহুম ক্বারী নবাব আলী ও মরহুমা জামেলা বিবির প্রথম সন্তান তিনি। তার ১১ জন সন্তানের মধ্যে ৩ ছেলে ও ৮ মেয়ে, এরমধ্যে ৪ মেয়ে বর্তমানে আজমিনা বেগম (৭৫), ময়মনা বেগম (৭২), রাহেলা বেগম (৪৭) ও বকুল বেগম (৪০) জীবিত। গতকাল দুপুর আড়াইটায় নামাযে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কদ্দুসসহ প্রচুর লোকজন উপস্থিত ছিলেন। প্রবীণ এ বয়ষ্ক ব্যক্তির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কদ্দুস, ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, দিরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলতাব উদ্দিন, বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস ছত্তার, আমার সুরমা সাংবাদিক ফোরামের চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল বাছির সরদার, সেন মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি জুবের সরদার দিগন্ত প্রমুখ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button