কলম্বোয় কমনওয়েলথ শীর্ষ সম্মেলন শুরু
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় ৫৩ জাতিগোষ্ঠীর কমনওয়েলথ সরকার ও রাষ্ট্র প্রধানদের শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। এই সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দিয়েছেন। শুক্রবার সকালে ব্রিটিশ যুবরাজ প্রিন্স চার্লস কমওয়েলথ প্রধান রানী দ্বিতীয় এলিজাবেথের প্রতিনিধি হিসেবে ৩ দিনের এ সম্মেলন উদ্বোধন করেন। শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।
কমনওয়েলথ সম্মেলন উপলক্ষে সমুদ্রবর্তী কলম্বো নগরীকে মনোরোম সাজে সাজানো হয়েছে। এর আগে সম্মেলনস্থলে পৌঁছালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে।
শেখ হাসিনা সম্মেলনে যোগ দেয়ার পাশাপাশি প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদের সঙ্গেও শেখ হাসিনা বৈঠক করবেন।
বৃহস্পতিবার বিকালে কলম্বো বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। শ্রীলঙ্কারর বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী পবিত্রা দেবী ও কলম্বোয় বাংলাদেশের হাইকমিশনার সুফিউর রহমান বিমানবন্দরে স্বাগত জানান। সম্মেলনে যোগ দিয়ে আজ শুক্রবার রাতেই দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।