মিশরের জনগণের কাছে মুরসির চিঠি : সেনাবাহিনী আমাকে অপহরণ করেছে
মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ড. মুহাম্মাদ মুরসি বলেছেন, সেনাবাহিনী তাকে অপহরণ করেছে। তাকে ক্ষমতা থেকে সরিয়ে পুরো জাতির বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। এক চিঠিতে তিনি বলেছেন, ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার আগে সেনাবাহিনীর রিপাবলিকান গার্ড তাকে অপহরণ করে।
এ চিঠি মুরসির আইনজীবী মুহাম্মাদ দামাতি মিশরের একটি টেলিভিশনে পড়ে শোনান। চিঠিতে মুরসি জানিয়েছেন, “মিশরের দয়ালু জনগণের জেনে রাখা দরকার যে, আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে জোরপূর্বক গত ২ জুলাই অপহরণ করে ৫ তারিখ পর্যন্ত রিপাবলিকান গার্ডের একটি ভবনে রাখা হয়। তারপর সেখান থেকে আবার জোর করে নৌবাহিনীর একটি ঘাঁটিতে স্থানান্তর করা হয় এবং সেখানে পুরো চার মাস রাখা হয়।”
চিঠিতে মুরসি নিজেকে মিশরের বৈধ প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন এবং তার ক্ষমতাচ্যুতিকে সামরিক অভ্যুত্থান ও অপরাধ বলে উল্লেখ করেন।
তিনি আরো বলেছেন, সেনা অভ্যুত্থানের পর মিশরে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেয়া যাবে না এবং প্রিয় মাতৃভূমির সব জায়গায় যারা রক্ত ঝরাচ্ছে তাদেরকে এ দায় নিতে হবে।
চিঠির শেষাংশে মুরসি বলেন, “এই সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে মিশরের জনগণের রুখে দাঁড়ানোকে আমি স্যালুট করি এবং জনগণের স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠার এ জিহাদের কাছে তাদের পতন হবে।” আল- জাজিরা