ফিলিপাইনে টাইফুনে মৃতের সংখ্যা ৪,৪৬০ : জাতিসংঘ

Philinineজাতিসংঘ শুক্রবার জানিয়েছে, ফিলিপাইনে সুপার টাইফুনের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৪ হাজার ৪৬০ জনে দাঁড়িয়েছে। আঞ্চলিক কর্মকর্তাদের বরাত দিয়ে জাতিসংঘ তাদের এ সংখ্যার কথা জানায়। তবে দেশের জাতীয় পরিষদ এ সংখ্যা আরো অনেক কম বলে জানিয়েছে।
জাতিসংঘের মানবিকবিষয়ক সমন্বয় দপ্তর (ওসিএইচএ) জানায়, ফিলিপাইনে টাইফুনে ৪ হাজার ৪৬০ জনের মৃত্যুর এ খবর জাতিসংঘ বুধবার দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি ও ব্যবস্থাপনা পরিষদের আঞ্চলিক কর্মকর্তাদের কাছ থেকে পেয়েছে।
তবে এনডিআরএমএমসি’র মুখপাত্র রেনালদো বালিদো জোর দিয়ে বলেন, গত ৮ নভেম্বর ফিলিপাইনে টাইফুনের আঘাতে ২ হাজার ৩৬০ জনের মৃত্যু হয়েছে।
ওসিএইচএ’র এক বিবৃতিতে বলা হয়, ১৩ নভেম্বর সরকার জানায়, ফিলিপাইনে টাইফুনের আঘাতে চার হাজার ৪৬০ জনের প্রাণহানি ঘটেছে।
ফিলিপাইনের প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো মঙ্গলবার বলেন, এ টাইফুনের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে সর্বোচ্চ আড়াই হাজারে দাঁড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিক থেকে জাতিসংঘ ও সরকারি হিসেবে মধ্যে ব্যাপক ফারাক লক্ষ্য করা যাচ্ছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button