রোববার থেকে সিলেটে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকেট বিক্রি
সিলেটে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকেট বিক্রি আগামী রোববার শুরু হচ্ছে। এনসিসি ব্যাংকের কুমারপাড়া শাখায় ওই দিন সকাল ১০টায় টিকেট বিক্রি কার্যক্রমের উদ্বোধন করবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
সিলেটে দুটি ব্যাংকে টিকেট পাওয়া যাবে। ব্যাংকগুলো হচ্ছে-এনসিসি ব্যাংকের কুমারপাড়া শাখা(মোস্তফা টাওয়ার) ও লালদিঘীরপার শাখা(ইদ্রিস ভবন) এবং অগ্রণী ব্যাংকের আম্বরখানা ও লালদিঘীর পার শাখা।
এছাড়া, হবিগঞ্জে নবীগঞ্জ(নতুন বাজার), মৌলভীবাজার (ইয়াকুব ম্যানশন) এবং সুনামগঞ্জের জগন্নাথপুর (আবু তাহের কমপ্লেক্স) শাখায় টিকেট পাওয়া যাবে।