হরতালে অগ্নিদগ্ধ আরও একজনের মৃত্যু
হরতালকারীদের আগুনে পোড়া মন্টু পাল ৫দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। মন্টুর বাড়ি নারায়ণগঞ্জের পাগলার কামালপুর এলাকায়। তার পিতার নাম বিজয় পাল।
শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে তার মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড সার্জারি বিভাগের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন মন্টু।
মন্টু লক্ষ্মীবাজারের একটি স্বর্ণের দোকানে কাজ করতেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। টানা ৮৪ ঘণ্টার হরতালের মধ্যে গত ১০ নভেম্বর রোববার রাতে দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে সদরঘাট থেকে লেগুনায় ওঠেন মন্টু পাল।বাহাদুর শাহ পার্কের কাছে আসলে পিকেটাররা লেগুনাটি একটি পেট্রোল বোমা ছুঁড়ে মারে। এতে লেগুনাটিতে আগুন ধরে গেলে মন্টুসহ ৪ যাত্রী দগ্ধ হয়। তাদের মধ্যে মন্টু পালের (৩৮) শরীরের ৯০ শতাংশই পুড়ে গিয়েছিল।