ঢাকা পৌঁছেছেন নিশা দেশাই
দেশের চলমান রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে শনিবার দুপুরে তিন দিনের সফরে ঢাকা এসে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারি পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিশওয়াল। জাপানে অনুষ্ঠিত ত্রিদেশীয় সংলাপ শেষে দুপুর সাড়ে ১২টায় তিনি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এসময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মোজীনা । সফরে তিনি আগামী দশম জাতীয় সংসদ নির্বাচন, রাজনৈতিক সহিংসতা, মানবতাবিরোধী অপরাধের বিচার এবং দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আগামীকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সাথে বৈঠক করবেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সাথে বৈঠক করবেন অন্যান্য রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যম ব্যক্তিত্ব ও এনজিও সংস্থার প্রতিনিধিদের সাথেও তার বৈঠকের কথা রয়েছে। তিন দিনের সফর শেষে ১৮ নভেম্বর সন্ধায় ঢাকা ছাড়বেন তিনি।