লিবিয়ায় মিছিলে গুলি, নিহত ৩১
লিবিয়ায় সশস্ত্র গোষ্ঠীবিরোধী মিছিলে বন্দুকধারীদের গুলিতে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৩৫ জন। কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে আলজাজিরা জানায়, শুক্রবার এক শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে বন্দুকধারীদের আচমকা হামলায় এই ঘটনা ঘটে। জুমার নামাজ শেষে ইমাম এবং ধর্মীয় নেতাদের নেতৃত্বে ত্রিপোলিতে অবস্থানরত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীদের অস্ত্র জমা এবং এলাকা ছাড়ার জন্য বিক্ষোভ মিছিল শুরু হয়। হাজার হাজার মানুষ শান্তির প্রতিক সাদা পতাকা নিয়ে, লিবিয়ার জাতীয় সংগীত পরিবেশন করতে করতে রাজধানীর মেলিনা স্কয়ারে জড়ো হয়। মিছিলটি যখন ঘারঘৌর জেলার মিসরাতা সশস্ত্র গোষ্ঠীর হেডকোয়ার্টারের সামনে পৌঁছায় ঠিক তখনই তাদের ওপর গুলি চালানো হয়। ঘটনার প্রতিবাদ জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী আলি জেইডান অবিলম্বে সব সশস্ত্র গোষ্ঠীকে ত্রিপোলি ছাড়ার নির্দেশ দেন। তিনি বলেন, পুলিশ এবং সেনাবাহিনীর বাইরে কারো কাছে অস্ত্র থাকাটা খুবই ভয়ঙ্কর। অবিলম্বে সব সশস্ত্র গোষ্ঠীকে ত্রিপোলি ত্যাগ করতে হবে।