পৃথিবীর দ্বিতীয় আকাশ ছোঁয়া ভবন মক্কা টাওয়ার
পৃথিবীর দ্বিতীয় আকাশ ছোঁয়া ভবন মক্কা রয়েল ক্লক টাওয়ার। যার উচ্চতা ১৯৭২ (এক হাজার নয়শত বাহাত্তর) ফুট বা ৬০১.০৭ (ছয়শত এক) মিটার। ভবনটি পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ আকাশ ছোঁয়া টাওয়ার হিসেবে স্বীকৃতি পেয়েছে।
কাউন্সিল অন টল বিল্ডিংস এন্ড উরবান হেবিটাট নিউইর্য়ক ও শিকাগোতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, দুবাই র্বুজ খলিফা পৃথিবীর প্রথম উচু টাওয়ার, যার উচ্চতা ২৭১৭ (দুই হাজার সাতশত সতের ফুট) বা ৮২৮.১৪ (আটশত আটাশ) মিটার। নিউইর্য়ক এ নির্মাণাধীন ওর্য়াল্ড ট্রেড সেন্টার টাওয়ার তৃতীয়। এটির উচ্চতা ১৭৭৬ (এক হাজার সাত শত ছিয়াত্তর) ফুট বা ৫৪১ (পাঁচ শত একছল্লিশ) মিটার। এই ভবনটি আমেরিকার সর্বোচ্চ টাওয়ার ।
মক্কা রয়েল ক্লক টাওয়ার আরও কয়েকটি উপাধী অর্জন করেছে, তার মধ্যে পৃথিবীর সর্বোচ্চ ক্লক টাওয়ার এবং পৃথিবীর বৃহত্তম ঘড়ি অন্যতম।
কমপ্লেক্সটির নাম “আবরাজ আলবাইত এন্ডোমেন্ট”। এর দাপ্তরিক নাম “মক্কা রয়েল ক্লক টাওয়ার হোটেল” যার পূর্বে নাম ছিল “বাদশা আব্দুল আজিজ এন্ডোমেন্ট টাওয়ার” ।
মুসলিম বিশ্বের গৌরবের এই স্হাপনাটি পবিত্র ক্বাবা শরিফের সন্নিকটে । ১৬,১,৫০,০০০ (ষোল কোটি এক লাখ পঞ্চাশ হাজার) স্কয়ার ফুট ফ্লোর স্পেস রয়েছে স্থাপনাটিতে। এক শত বিশ তলা বিশিষ্ট টাওয়ারটিতে ৯৬টি এলভেটর কাজ করছে । এতে রয়েছে ৮৫৮ (আটশত আটান্ন) টি হোটেল রুম।
সংবাদদাতা: সৌদি আরব থেকে মফিজুল ইসলাম চৌধুরী সাগর