জটিল আবর্তে ঘুরপাক খাচ্ছে রাজনীতি : এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, রমজান মাসে আল্লাহপাক জান্নাতের সব দরজা খুলে দিয়েছেন; কিন্তু রাজনীতির সব দরজা বন্ধ। দেশের রাজনীতি এখন একটি জটিল আবর্তে ঘুরপাক খাচ্ছে। কীভাবে এ অবস্থার অবসান হবে, কীভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে—এর কিছুই আমরা কেউ জানি না। তবে আমরা ক্ষমতার দ্বন্দ্ব থেকে মুক্তি চাই।   গুলশানের হোটেল ইমানুয়েলে মহানগর জাতীয় পার্টি (উত্তর) আয়োজিত ইফতার পার্টিতে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদ, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, ফকির আশরাফ প্রমুখ।
এইচএম এরশাদ বলেন, রাজনীতি অস্বচ্ছ, কবে পরিষ্কার হবে জানি না। তবে রোজার পর আমরা নির্বাচনের প্রস্তুতি নেব। দু’দলকে দেশের মানুষ চায় না। কিন্তু তৃতীয় দল হিসেবে এখনও আমরা মানুষের আস্থা অর্জন করতে পারিনি। ইনশাল্লাহ এবার আমরা সাংগঠনিক ক্ষমতা আরও শক্তিশালী করব এবং এক নম্বর রাজনৈতিক শক্তি হিসেবে ক্ষমতায় যাব। তিনি বলেন, আমরা রাজনীতি করি মানুষের সেবার জন্য, কাউকে ক্ষমতায় নেয়ার জন্য নয়।
রুহুল আমিন হাওলাদার বলেন, জাতীয় পার্টি ছাড়া আগামীতে কেউ ক্ষমতায় যাওয়ার চিন্তাই করতে পারবে না।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button