লন্ডনে ভাষণ দেয়া হলো না মুরসি বিরোধী অধ্যাপকের
ব্রিটেনের লন্ডন ইউনিভার্সিটিতে বিক্ষোভের মুখে নিজের পূর্বনির্ধারিত ভাষণ বাতিল করতে বাধ্য হয়েছেন অধ্যাপক মুহাম্মদ আল নাবাভি। তিনি মিসরের সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসির ঘোর বিরোধী হিসেবে পরিচিত। লন্ডন ইউনিভার্সিটির ব্লুমবারিস স্কুল অব ওরিয়েন্টাল এন্ড আফ্রিকান স্টাডিসে তার বক্তৃতা করার কথা ছিল। কিন্তু মুরসির বেশ কিছু সমর্থক বক্তৃতা মঞ্চে হামলা চালালে তিনি সেখান থেকে চলে যেতে বাধ্য হন। অধ্যাপক নাবাভি চলে যাওয়ার কিছু ক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। মিসরের বাইরেও মুহাম্মদ মুরসির ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। গত ৩ জুলাই মিসরের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুৎ করেন দেশটির সেনাপ্রধান জেনারেল আব্দেল ফাত্তাহ আল-সিসি।