ওআইসি কর্মকর্তাদের রাখাইন রাজ্য সফর
ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) কর্মকর্তারা রাখাইন রাজ্যের শান্তি ও স্থিতিশীলতা এবং পুনর্বাসন নিয়ে আলোচনার লক্ষ্যে বার্মার ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন। গত বৃহস্পতিবার ওআইসি প্রধান একলেমেদ্দিন ইন্সানোগুসহ এই গ্রুপ ভাইস প্রেসিডেন্ট সাই মাউক খামের সঙ্গে নেপিতোতে বৈঠক করেন। এ সময় তুরস্ক, সউদি আরব, মিসর এবং মালয়েশিয়ার রাষ্ট্রদূতরা তার সঙ্গে ছিলেন। প্রতিনিধি দলটি মুসলমানবিরোধী বেশ কয়েকটি সহিংসতায় কমপক্ষে ২৫০ ব্যক্তির প্রাণহানি ও হাজার হাজার লোকের গৃহহীন হয়ে পড়ার বিষয়ে আলোচনার লক্ষ্যে বার্মা সফর করেন।
মুসলমানদের এই সংস্থার প্রতিনিধিদের রাখাইন রাজ্য সফরের প্রতিবাদে গত শুক্রবার বৌদ্ধ সন্ন্যাসীরা ওআইসি’র বৈঠকের বিরুদ্ধে সমাবেশ করে। রাখাইন রাজ্যে ধর্মীয় সহিংসতায় বিভিন্ন সম্প্রদায় বিপর্যস্ত হয়েছে। রাজ্যের রাজধানী সিত্তে বিমানবন্দরে সমবেত শতশত বিক্ষোভকারীর মধ্য থেকে জনৈক প্রতিবাদকারী এএফপিকে বলেন, রাখাইন ভূমিতে কোনো ওআইসি নয়, আমাদের সার্বভৌমত্বকে শ্রদ্ধা কর। জনৈক কর্মকর্তা এএফপিকে বলেন, হেলিকপ্টারে করে প্রত্যন্ত এলাকায় যাওয়ার আগে প্রতিনিধি দলটি বিমানবন্দরের অভ্যন্তরে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সত্র : এএফপি।