বিমানের দরজা খোলা যাত্রী সমুদ্রে !
প্লেন থেকে যাত্রী পড়ে গেলেন সটান একেবারে সমুদ্রে! মিয়ামিতে এমনই এক ঘটনা ঘটেছে। ২০০০ ফুট (৬০৯ মিটার) ওপর যাত্রীবাহী এক বিমানের পেছনের দরজা খোলেন এক যাত্রী, তারপর তিনি সেখান থেকে নিচে মিয়ামির সমুদ্রে পড়ে যান। সেই ঘটনা দেখতে পেয়েই সঙ্গে সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলে খবর দেন এক বিমানবালা।
পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোল অফিসারকে ইমার্জেন্সি কলে জানান, ‘আমার প্লেনের পেছনের দরজা খোলা এবং এক যাত্রী সেখানে থেকে পড়ে গেছে। আমরা এখন তামিআমি থেকে ৯ কিমি দূরে।’
খবরের সত্যতা স্বীকার করেছে এয়ারপোর্ট কর্তৃপক্ষও। তবে প্লেনে কতজন যাত্রী ছিলেন কিংবা কী কারণে সেই যাত্রী পেছনের দরজা খুলেছিলেন তা জানা যায়নি।
ধারণা করা হচ্ছে, নিছক কৌতুহলবশতই প্লেনের দরজা খুলেছিলেন ওই যাত্রী।