বাংলাদেশের টালমাটাল পরিস্থিতি নিয়ে কংগ্রেসের শুনানি ২০ নভেম্বর
বাংলাদেশের চলমান টালমাটাল পরিস্থিতির ওপর শুনানি হবে ২০ নভেম্বর। যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র সম্পর্কিত সাব-কমিটিতে এ শুনানি অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ ইন টারময়েল : এ নেশন অন দ্য ব্রিঙ্ক’ শিরোনামে। কংগ্রেসের এই সাব-কমিটির চেয়ারম্যান কংগ্রেসম্যান অ্যাড রয়েসের অফিস থেকে ১৫ নভেম্বর এনাকে এ তথ্য জানানো হয়েছে।
ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটল হিলে হাউস র্যাবার্ন অফিস বিল্ডিংয়ে এ শুনানি অনুষ্ঠিত হবে ২০ নভেম্বর বুধবার বেলা ২টায়। শুনানিতে অংশ নিয়ে বাংলাদেশের পরিস্থিতির প্রেক্ষাপট সম্পর্কে মতামত রাখবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাষ্টবিজ্ঞানী ড. আলী রিয়াজ এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের প্রেসিডেন্ট মেজর জেনারেল এ এম এন মনিরুজ্জামান।
এ সাব-কমিটির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সম্পর্কিত উপ-কমিটির চেয়ারম্যান কংগ্রেসেম্যান স্টিভ শ্যাবন সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন। সে অভিজ্ঞতাও উপস্থাপিত হবে এ শুনানিতে। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র প্রশাসনে নানা প্রশ্নের উদ্রেক ঘটেছে। এ শুনানির মধ্য দিয়ে সে ব্যাপারে একটি সুপারিশ তৈরি হতে পারে বলে রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করছেন। শুনানির সময় কংগ্রেস ভবনে উপস্থিত হওয়ার জন্য নিউইয়র্ক, বস্টন এবং ভার্জিনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসীদের প্রস্তুতি চলছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, যুক্তরাষ্ট্র বিএনপি এবং তারেক পরিষদ আন্তর্জাতিক কেন্দ্রীয় কমিটি পৃথকভাবে বাস-মাইক্রোবাস ভাড়া করেছে।
অপর দিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা যুব কমান্ডের পক্ষ থেকেও ওই শুনানিতে অংশগ্রহণের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে সর্বশেষ প্রাপ্ত সংবাদে জানা গেছে। একাত্তরের মানবতাবিরোধী অপরাধে লিপ্তদের বিচার যারা চায় না, তেমন কিছু প্রবাসীও ওই শুনানির সময় সেখানে পোস্টার-ব্যানার প্রদর্শনের চেষ্টা করবে বলে জানা গেছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে, বাংলাদেশের ওপর ওই শুনানি চলাকালে পরস্পরবিরোধী লোকজনের বিপুল সমাগম ঘটতে পারে।