উৎপাদনে যাচ্ছে বারাকাতুল্লাহ ইলেক্ট্রোর নতুন বিদ্যুৎকেন্দ্র

Sylhetশীঘ্রই উৎপাদনে যাচ্ছে সিলেটের বারাকাতুল্লাহ ইলেক্ট্রো ডায়নামিক্স লিমিটেডের ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র। চট্টগ্রামের পতেঙ্গায় এ বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। শনিবার কোম্পানির ৬ষ্ট বার্ষিক সাধারণ সভায় এ তথ্য জানানো হয়। সকালে সিলেট নগরীর কুমারপাড়াস্থ একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় সভাপতির বক্তব্যে কোম্পানির চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী জানান- বারাকাতুল্লাহ ইলেক্ট্রো ডায়নামিক্স লিমিটেড প্রবাসীদের বিনিয়োগে দেশে প্রথম বিদ্যুৎ কেন্দ্র স্থাপনকারী প্রতিষ্ঠান। ২০০৯ সালের ২৪ অক্টোবর বারাকাতুল্লাহর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিড লাইনে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এরপর থেকে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ করা হচ্ছে।
তিনি আরো জানান- ৫১ শতাংশ অংশীদারিত্বে বারাকাতুল্লাহ ইলেক্টো ডায়নামিক্স এর ‘বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড’ এর ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। শিগগিরই এই কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।
সাধারণ সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক গোলাম রাব্বানী চৌধুরী বলেন- বিশ্বব্যাংক বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আইপিএফএফ ফ্যাসিলিটির আওতায় বার্ষিক শতকরা এলআইবিওআর+৩.৩% সুদে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডে ২৩.০৩ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন করেছে। দেশে এই প্রথম বাংলাদেশ ব্যাংক কোন আইপিএফএফ প্রজেক্টে সরাসরি বৈদেশিক মূদ্রায় অর্থায়ন করল।
কোম্পানি সচিব মো. মনিরুল ইসলামের পরিচালনায় বার্ষিক সাধারণ সভায় শতকরা ৫% স্টক লভ্যাংশ ও শতকরা ১০% নগদ লভ্যাংশ প্রস্তাব ও অনুমোদন করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক ফাহিম আহমদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান প্রকৌশলী আহসানুল করিম, নান্নু কাজী মোহাম্মদ মিয়া, প্রকৌশলী খিজির খান, অধ্যাপক ড. তোফায়েল প্রমুখ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button