এমপি রনির অফিসে টিভি সাংবাদিকদের ওপর হামলা

Roniরাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় সংসদ সদস্য গোলাম মাওলা রনির অফিসে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক ইমতিয়াজ সনি ও ক্যামেরাপার্সন মুকুল মারধরের শিকার হয়েছেন। একটি অভিযোগের বিষয়ে গোলাম মাওলা রনির বক্তব্য নিতে গিয়ে তারা হামলার শিকার হন। ক্যামেরাপারসন মুকুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার বিষয়ে ইমতিয়াজ সনি জানান, একটি অভিযোগের বিষয়ে গোলাম মাওলা রনির বক্তব্য নিতে চাইলে তিনি ক্ষুব্ধ হয়ে তাদের আটকে রাখেন। এসময় এমপি ও তার লোকজন ক্যামেরা ভেঙে ফেলেন এবং হামলা চালান। আহত অবস্থায় ক্যামেরাপারসন মুকুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার বিষয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের হেড অব নিউজ খালেদ মহিউদ্দিন জানান, ওনার বিরুদ্ধে ওঠা কিছু অভিযোগের জবাব জানতে চেষ্টা করছিলেন ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিক। আজকে উনার কার্যালয়ে এ ব্যাপারে যোগাযোগ করার পর উনি ক্ষুব্ধ হয়ে ক্যামেরা ভাঙচুর করেন। এমপি’র লোকজন আমাদের সংবাদ টিমের ওপর হামলা চালিয়ে তাদের আহত করে। তারা ক্যামেরারও ক্ষতিসাধন করে। ঘটনাটি দুঃখজনক বলে মন্তব্য করেন খালেদ মহিউদ্দিন। ঘটনার পরপরই জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকরা সেখানে ছুটে যান। আহত সংবাদকর্মীকে দেখতে হাসপাতালেও গেছেন সাংবাদিক নেতারা। আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরাও খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান।
মুচলেকায় রনির জামিন
সাংবাদিক মারধরের ঘটনায় হত্যা চেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলায় আদালত থেকে মুচলেকা দিয়ে  জামিন পেয়েছেন সংসদ সদস্য গোলাম মাওলা রনি। রোববার দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের আদালতে আত্মসমর্পণ করে তিনি জামিন আবেদন করেন। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট রেজাউল করিম পাঁচ হাজার টাকা মুচলেকায় এ জামিন মঞ্জুর করেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button