বিশ্বকাপে নাইজেরিয়া
আফ্রিকান চ্যাম্পিয়নরাই তাদের মহাদেশ থেকে সবার আগে বিশ্বকাপে। শনিবার বাছাই পর্বেও প্লেঅফের ফিরতি লড়াইয়ে ইথিওপিয়াকে সহজেই ২-০ গোলে হারিয়ে দিয়েছে নাইজেরিয়া। দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের অগ্রগামিতায় ব্রাজিলের টিকেট নিশ্চিত করেছে তারা।
ঘরের মাঠ কালাবারে নাইজেরিয়ানদের ‘ভিক্ট্রি’ অর্থাৎ জয়ে অবদান দুই ‘ভিক্টর’ মোজেস এবং ওবিন্নার। ২০ মিনিটে বঙের মধ্যে প্রতিপক্ষের ডিফেন্ডার আইনালেম হাইলুর হ্যান্ডবলের সুবাদে পেনাল্টি পায় স্বাগতিকরা।
তা থেকে গোল করে দলকে এগিয়ে দেন মোজেস। গত মাসে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকেও জয় নিয়ে ফেরা নাইজেরিয়ার ব্রাজিল-যাত্রা তখনই নিশ্চিত হয়ে যায় মোটামুটি।
যদিও এগিয়ে যাওয়ার পর তাদের খেলায় তেমন পরিকল্পনা লক্ষ্য করা যায়নি। তবু দ্বিতীয় গোল পেয়ে যায় নাইজেরিয়ানরা।এ নিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপ নিশ্চিত করলো নাইজেরিয়া।