বাংলাদেশের সাধারণ মানুষ যা চায়, যুক্তরাষ্ট্রও সেটাই সমর্থন করে
বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। এজন্য দেশটির রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ অত্যন্ত জরুরি। রবিবার বাংলাদেশ সফররত দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল ও বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে প্রায় দেড় ঘন্টার এক বৈঠক শেষে বিএনপি’র ভাইস-চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের একথা জানান।
তিনি নিশা দেশাই বিসওয়াল এর বরাত দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের মন্ত্রী মনে করেন, বাংলাদেশে এখনো দলীয় কোনো সরকারের অধীনে নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। এদেশের মানুষ তাই বিশ্বাস করে। সেজন্য বাংলাদেশের সাধারণ মানুষ যা চায়, যুক্তরাষ্ট্রও সেটাই সমর্থন করে।
গত অক্টোবরে বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলের নেতা সংবাদ সম্মেলনে যে বক্তব্য দিয়েছেন নিশা দেশাই তার ভূয়সী প্রশংসা করেন বলে শমসের মবিন জানান।