কোন ষড়যন্ত্র তারেক রহমানের অগ্রযাত্রাকে ব্যাহত করবে না
তারেক রহমানের বিরুদ্ধে মামলা রাজনৈতিক উদ্দেশ্যমূলক ও হিংসাত্মক। আদালতের দেয়া রায়েও শেষতো প্রমাণ হলো তিনি নিরপরাধ। তাঁর জনপ্রিয়তায় ঈর্ষাণ্বিত হয়েই সরকার মামলা আর অপ্রপচারের পথ বেছে নিয়েছে।
রবিবার অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে আদালত কর্তৃক নিরপরাধ রায় দেয়ার পর এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহিদুর রহমান।
রায়ে নিরপরাধ প্রমাণিত হওয়ায় মহান আল্লাহর শুকরিয়া আদায় করে তিনি বলেন, কোন ষড়যন্ত্র বা চক্রান্ত করে তারেক রহমানের অগ্রযাত্রাকে ব্যাহত করা যাবে না।
তিনি বলেন, তারেক রহমান নিয়ে কোন অভিযোগ এ সরকার এখনো পর্যন্ত প্রমাণ করতে পারেনি। ঘৃণ্য ও হিংসাত্মক মনোভাব চরিতার্থ করতেই বিগত মঈন উদ্দীন- ফখরুদ্দীন ও বর্তমান সরকার একের পর এক মামলা তার নামে রজু করেছে। আজকের আদালতও তাকে নিরপরাধ বলে রায় দিয়েছে।
এদিকে, রায়ে সন্তোষ প্রকাশ ও শুকরিয়া আদায় করেছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি শাইস্তা চৌধুরী কুদ্দুস এবং সাধারণ সম্পাদক এম কয়সর আহমদ।
শাইস্তা চৌধুরী কুদ্দুস তার প্রতিক্রিয়ায় বলেন, বর্তমান আওয়ামী সরকার সব দিক দিয়েই ব্যর্থ। তারেক রহমানকে রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা ও কাল্পনিক মামলা রজু করা হয়েছিলো। এ রায়ের মধ্যে দিয়ে প্রমাণ হয়েছে তারেক রহমান সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল।
মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে এম কয়সর আহমদ বলেন, তারেক রহমানের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা, বানোয়াট ও কল্পনাপ্রসূত। রায়ে সত্য উদ্ভাসিত ও মিথ্যা পরাস্ত হয়েছে।