ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

PMতিন দিনের সফরে রবিবার সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে ঢাকায় এসে পোঁছেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব তুন রাজাক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনিসহ সরকারের ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এডভোকেটের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া মালয়েশিয়ার অর্থায়নে একটি বিশেষায়িত হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন রাজাক।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালয়েশিয়া সফরের ধারাবাহিকতায় নাজিব রাজাকের এ সফর।
দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে মুসলমান-অধ্যুষিত এবং অর্থনৈতিকভাবে অগ্রসরমান দেশ হওয়ায় দেশটির প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের বিশেষ তাৎপর্য রয়েছে। বিশেষ করে দেশটিতে বিপুল পরিমাণ বাংলাদেশি শ্রমিক থাকায় তার সফরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার।
সূত্র জানায়, মালয়েশিয়ার সরকারের সঙ্গে দেশটিতে সহজ শর্তে শ্রমিক পাঠাতে জি-টু-জি (সরকার থেকে সরকার) পর্যায়ে একটি চুক্তি হয়। চুক্তির আওতায় প্রতি মাসে বাংলাদেশ থেকে ৩০ হাজার শ্রমিক নেয়ার কথা ছিল। তবে নানা অজুহাত দেখিয়ে শুরু থেকেই চুক্তির বাস্তবায়নে আগ্রহ দেখায়নি মালয়েশিয়া।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্র জানায়, দেশটি গত জানুয়ারি থেকে এ পর্যন্ত মাত্র ৭ শতাধিক শ্রমিক নিয়েছে। দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠকে মূলত এ বিষয়ে গুরুত্ব দেবে বাংলাদেশ।
ঢাকার কূটনৈতিক সূত্র জানায়, মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বিশেষ কোনো সখ্য না থাকলেও নাজিব রাজাকের বাংলাদেশ সফর ঘিরে রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক আগ্রহ রয়েছে। বিশেষ করে আগামী নির্বাচন নিয়ে সৃষ্ট অচলাবস্থার মধ্যে বাংলাদেশের অর্থনীতিতে প্রভাবশালী এ দেশটির প্রধানমন্ত্রীর ঢাকা সফর বিশেষ কোনো পরিবর্তন আনে কিনা, সেদিকে দৃষ্টি রাখছেন কূটনীতিকরা।
উল্লেখ্য, স্বাধীনতার পর রাজাকই হবেন মালয়েশিয়ার দ্বিতীয় কোনোও প্রধানমন্ত্রী, যিনি বাংলাদেশে এসেছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button