মিরপুরে জামায়াতের সমাবেশে পুলিশের গুলি, আহত ৭
মিরপুরে জামায়াতে ইসলামীর সমাবেশে গুলি চালিয়েছে পুলিশ। এতে দু’জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন সাতজন। সোমবার সকালে এ ঘটনা ঘটে। সকালে ১৮ দলীয় জোটের দেশব্যাপী কালো পতাকা মিছিল কর্মসূচির অংশ হিসাবে জামায়াতের ঢাকা মহানগরীর মিরপুর জোন মিছিল বের করে। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় পুলিশের বাঁধার মুখে পড়ে তারা। এতে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে পুলিশ জামায়াতের নেতাকর্মীদের উপর লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ এবং গুলি বর্ষণ করে। এতে সাত নেতাকর্মী আহত হন। এদের মধ্যে গুলিবিদ্ধ দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে দাবি জামায়াতের। এদিকে ১৮ দলের কর্মসূচির অংশ হিসাবে রাজধানীর তেজগাঁও থানা জামায়াতের উদ্যোগে কালো পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি ফার্মগেইট থেকে শুরু হয়ে হলিক্রস দিয়ে তেজকুনীবপাড়ায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এছাড়া তেজগাঁও শিল্পাঞ্চল থানার উদ্যোগেও নগরীতে কালো পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়।