বর্তমান সাংঘর্ষিক পরিস্থিতিতে সংলাপ অনিবার্য : নিশা দেশাই
বাংলাদেশের বর্তমান সাংঘর্ষিক পরিস্থিতিতে সংলাপ অনিবার্য বলে মন্তব্য করলেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। সোমবার আমেরিকান কাবে বাংলাদেশে ৩ দিনের সফরের শেষ দিনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশটির প্রধান দু’দলের মহাসচিব পর্যায়ে এ বৈঠক হতে পারে। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সঙ্কটের শান্তিপূর্ণ সমাধানের জন্য প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে সংলাপ ছাড়া বিকল্প নেই, বলেন যুক্তরাষ্ট্রের মন্ত্রী। নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনরত বিরোধী দলের হরতালে সহিংসতার বিষয়ে তিনি বলেন, একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিবাদ হতে হবে শান্তিপূর্ণ। প্রধান বিরোধী দল অংশ না নিলে নির্বাচন প্রহণযোগ্য হবে কি না জানতে চাইলে নিশা বিসওয়াল পাল্টা প্রশ্ন করেন, বাংলাদেশের মানুষ কি তা মেনে নেবে? তিনি বলেন, বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও তা গ্রহণযোগ্য হবে।