মায়ের নামে হাসপাতাল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নিজের মায়ের নামে ২৫০ শয্যার শেখ ফজিলাতুন নেছা মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে গাজীপুরের কাশিমপুরে হাসপাতালটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের উঞ্চ সম্পর্কের কথা তুলে ধরে বলেন, এ হাসপাতাল উদ্বোধনের মাধ্যমে শুধু স্বাস্থ্যসেবা উন্নীত হবে না, দু’দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। এ সময় তিনি স্বাস্থ্যসেবায় তার দেশে কেপিজের ভূমিকা তুলে ধরেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান।
৬ একর জমির ওপর ২১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটির ব্যবস্থাপনার দায়িত্বে থাকছে মালয়েশিয়ার স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান কামপুলান পেরুতান জহর (কেপিজে)।