ষোলোর নিচে সেক্স নয় : ব্রিটিশ প্রধানমন্ত্রী
ব্রিটেনে যৌনতাকে বয়েসের ভিত্তিতে বৈধতা দিতে ছেলে-মেয়েদের ন্যূনতম বয়স নির্ধারণে ১৬ বছরের নিচে নামতে রাজি নন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এদিকে, ফ্যাকাল্টি অব পাবলিক হেলথের প্রেসিডেন্ট প্রফেসর জন অ্যাস্টন বলছেন, ন্যূনতম ১৫ বছর বয়েসীদের জন্য সেক্সকে বৈধতা দেওয়া প্রয়োজন।
জনস্বাস্থ্য বিষয়ে একজন নামকরা গবেষক প্রফেসর অ্যাস্টন। বৃটেনের ছেলে-মেয়েদের এক-তৃতীয়াংশ ১৪ থেকে ১৫ বছর বয়েস থেকেই সেক্স করে এবং সমাজ বা পরিবার তা মেনেও নিচ্ছে।
কিন্তু ডাউনিং স্ট্রিট থেকে বলে দেওয়া হয়েছে, এ বয়স পরিবর্তনের কোনো পরিকল্পনা আমাদের নেই। তবে হাল ছাড়ছেন না অ্যাস্টন। তাঁর মতে, বয়সসীমা এক বছর কমালে বরং ১৪ বা তার কম বয়েসীদের সেক্স করা থেকে দূরে রাখা সম্ভব হবে।
আরো কিছু পদ্ধতিগত পরিবর্তনের পক্ষপাতি তিনি। মূলত পর্নোগ্রাফি এ বয়েসী ছেলে-মেয়েদের সেক্স করতে উৎসাহ যোগায়। তাই এ সময় থেকেই যৌনতা বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা চালু করতে চান তিনি।