রাজনৈতিক সহিংসতা থেকে শিশুদের নিরাপদ রাখুন : ইউনিসেফ
বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রমে শিশুদের ব্যবহার অব্যাহত থাকায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসঙ্ঘ শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। মঙ্গলবার সংস্থাটির ঢাকা অফিস থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে সব ধরনের সহিংসতা থেকে শিশুদের নিরাপদ রাখা এবং শান্তিপূর্ণভাবে রাজনৈতিক মতপার্থক্য নিরসন করার জন্য সব দলের প্রতি আহ্বান জানিয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতায় বেশ কিছু শিশু আহত হওয়ার প্রেক্ষাপটে সংস্থাটি এই আহ্বান জানালো। শিশুরা যাতে সহিংসতা ও অনধিকারচর্চামূলক পরিবেশমুক্তভাবে শিশুরা যাতে বেড়ে ওঠতে পারে সেজন্য সংস্থাটি রাজনৈতিক কার্যক্রম থেকে শিশুদের নিরাপদ রাখার জন্যও সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছে। ইউনিসেফের প্রতিনিদি প্যাসকেল ভিলেননভ বলেন, চলতি বছরের প্রথম দিকে ইউনিসেফ রাজনৈতিক ফায়দা লাভের জন্য শিশুদের ব্যবহার করায় উদ্বেগ প্রকাশ করে। সহিংস বিক্ষোভে শিশুরা আশঙ্কাজনক হারে শিকার হচ্ছে। শিশুদের ক্ষতিকর পরিস্থিতি থেকে রক্ষা করা উচিত। আমরা আবারো বলছি, রাজনৈতিক ফায়দা লাভের জন্য শিশুদের ব্যবহার অবশ্যই বন্ধ করতে হবে। তিনি বলেন, নির্বাচনের আগে ও পরের মতো ভয়াবহ অনিশ্চয়তার সময়ে বাড়ি, জনপদ ও স্কুলগুলো শিশুদের জন্য পুরোপুরি নিরাপদ স্থান হিসেবে বিরাজ করা উচিত। সব দেশেই শিশুদের রাজনৈতিক গোলযোগ থেকে রক্ষা করা উচিত।