মনির হোসেন সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী
সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চাইছেন শিক্ষানুরাগী মোহাম্মদ মনির হোসাইন। তিনি দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে জমাও দিয়েছেন। প্রবাসে রাজনীতি ও পেশাগত অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের সেবা করার আগ্রহ থেকেই তিনি নির্বাচনে অংশ নিতে চান বলে জানিয়েছেন। সিলেটের গুরুত্বপূর্ণ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ একাংশ) আসনে নির্বাচনে দলীয় মনোনয়ন পেলে জয়ের ব্যাপারেও তিনি আশা প্রকাশ করেছেন। সিলেট ল’কলেজ ও মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক নির্বাচিত ভিপি, একসময়ের তুখোড় ছাত্রনেতা মোহাম্মদ মনির হোসাইন নিজের মনোনয়ন পাওয়ার বিষয়ে আশা প্রকাশ করে বলেন, দেশ-বিদেশে পড়ালেখা, পেশাগত দায়িত্ব পালন এবং রাজনীতিতে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি সেগুলো বিলিয়ে দিয়ে আমি আমার এলাকার মাটি ও মানুষের জন্য কাজ করতে চাই। তিনি বলেন, রাজীতিতে আওয়ামী লীগ সভানেত্রী প্রবাসীদের বিভিন্নভাবে সম্পৃক্ত করেছেন। আমি বিশ্বাস করি তিনি আগামী সংসদ নির্বাচনে রাজনীতির মাঠের একজন কর্মী হিসেবে আমাকে মূল্যায়ন করবেন। দক্ষিণ সুরমা উপজেলার লালা বাজার ইউনিয়নের নাজির বাজার (ঝাঝর) গ্রামের বাসিন্দা মোহাম্মদ মনির হোসাইন ১৯৭৭ সালে সিলেটের ঐতিহ্যবাহী মদনমোহন কলেজ এবং ১৯৮১ সালে সিলেট ল’কলেজের নির্বাচিত ভিপির দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালে সিলেট জেলা বারে যোগদান করে ১৯৮৫ সালে আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের জন্য যুক্তরাজ্যে চলে যান। আইন বিষয়ে উচ্চশিক্ষা অর্জনের পর লন্ডনের বিখ্যাত ইউনিভার্সিটি অব গ্রিনউইচ থেকে শিক্ষকতার ওপর উচ্চতর ডিগ্রি নিয়ে কোয়ালিফাইড টিচার ও আইটি কো-অর্ডিনেটর হিসেবে দীর্ঘ প্রায় দুই দশক দায়িত্ব পালন করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি আইন পেশার সঙ্গেও যুক্ত। তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক, গ্রেটার সিলেট কাউন্সিলের কেন্দ্রীয় সেক্রেটারি, বাংলাদেশ টিচার্স এসোসিয়েশন ইউকের প্রেসিডেন্টসহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের দায়িত্ব পালন করেছেন।