ইসলামী ব্যাংক হাসপাতাল এ পর্যন্ত ১১ লাখ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিয়েছে

IBBLইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিচালিত হাসপাতালগুলোতে এ পর্যন্ত ১১ লাখ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। ইসলামী ব্যাংক হাসপাতালে আয়োজিত গতকাল এক আলোচনা ও ইফতার মাহফিলে বক্তারা এ তথ্য জানান। বক্তারা বলেন, মানবসেবায় কাজ করে যাচ্ছে ইসলামী ব্যাংক হাসপাতালগুলো। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সদস্যসচিব ইঞ্জিনিয়ার মো: ইস্কান্দার আলী খান। এতে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডা: মোহাম্মদ তাহির। প্রধান আলোচক ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মানজুরে ইলাহী। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার। ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান, পরিচালক বখতিয়ার হুমায়ুন, হাসপাতালের সুপারিনটেডেন্ট ডা: হারুণ অর রশিদ ও সাবেক সচিব মো: ফজলুর রহমান এতে আলোচনায় অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে ডা: তাহির বলেন, যে শিক্ষাব্যবস্থা আমরা দেশে দেখছি, তাতে ইসলামের কোনো স্থান নেই। কাজেই আল্লাহকে জানতে হলে প্রচলিত শিক্ষাব্যবস্থার বাইরে গিয়ে জ্ঞানার্জন করতে হবে। চিকিৎসাবিজ্ঞানের প্রতিটি স্তরেই আল্লাহর অস্তিত্ব এবং পবিত্র কুরআনের বাস্তবায়ন লক্ষ্য করা যায় উল্লেখ করে তিনি বলেন, এর পরও অনেকে বিজ্ঞান থেকে কুরআনকে আলাদা করতে চান। প্রকৃত ইমানদার হওয়ার জন্য সবাইকে ভালো করে কুরআন অধ্যয়নের পরামর্শ দেন তিনি। বিশেষ অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার বলেন, কল্যাণমুখী ব্যাংকিং ধারার পাশাপাশি একটি কল্যাণমুখী স্বাস্থ্যসেবার ব্যবস্থা করেছে ইসলামী ব্যাংক। ব্যাংক ফাউন্ডেশনের মাধ্যমে হসপাতালগুলোর পাশাপাশি আরো অন্তত ১৫টি সেবামূলক প্রতিষ্ঠান চলছে জানিয়ে তিনি বলেন, এসবের মাধ্যমেই আমরা একটি কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থার স্বপ্ন দেখছি। প্রধান আলোচক ড. মানজুরে এলাহী বলেন, আল্লাহর সন্তুষ্টি পেতে হলে আমাদের ব্যক্তিজীবনে অবশ্যই তাকওয়া তথা খোদাভীতি নিশ্চিত করতে হবে। বিশ্বে একই সময়ে রমজানের অনুষ্ঠানমালা পালিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে রমজানের শিক্ষা বিশ্ব পরিমণ্ডলে ছড়িয়ে পড়ছে। ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান বলেন, কল্যাণকামিতাকে উপজীব্য করে আমরা ইসলামী ব্যাংকিং কার্যক্রম শুরু করেছিলাম। সেই কল্যাণের জন্য ইসলামী ব্যাংক হাসপাতালগুলোর মাধ্যমে আমরা দেশের মানুষকে সেবা দিয়ে যাচ্ছি। সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার মো: ইস্কান্দার আলী খান বলেন, ৩৬টি প্রকল্পের মাধ্যমে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন ব্যতিক্রমধর্মী মানবসেবায় নিযুক্ত রয়েছে। তিনি আরো বলেন, এ প্রতিষ্ঠানগুলোর উন্নতি-অগ্রগতির পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন হাজার হাজার নিবেদিতপ্রাণ চিকিৎসক ও কর্মীবাহিনী। ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের এজিএম ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা ও ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল ঝিনাইদহের বার্ষিক সাধারণ সভা-২০১২ গতকাল রাজধানীর আলরাজি কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সদস্যসচিব ও ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালগুলোর চিফ এক্সিকিউটিভ ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মো: ইস্কান্দার আলী খান উভয় সভায় সভাপতিত্ব করেন। ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল পরিচালক মুমিনুল ইসলাম পাটোয়ারী ও হুমায়ুন বখতিয়ার এবং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মুহাম্মদ ফজলুর রহমান এতে উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ মোশাররফ হোসেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button