মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগে পেলেন গাইয়ুমের মেয়ে
মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন দেশটির সাবেক প্রেসিডেন্ট মামুন আবদুল গাইয়ুমের মেয়ে দুনিয়া মামুনকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। দ্বীপদেশটিতে গাইয়ুম পরিবারের গভীর প্রভাবের কথা বিবেচনা করে এ নিয়োগ দেয়া হয়েছে বলে মালদ্বীপের এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন।
২০০৮ সাল পর্যন্ত টানা ৩০ বছর মালদ্বীপ শাসন করেছেন মামুন আবদুল গাইয়ুম। নির্বাচনে বিজয়ী হয়ে গাইয়ুমের সত ভাই প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন রোববার ৪৩ বছর বয়সী দুনিয়াকে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেছেন, প্রায় দু’বছর রাজনৈতিক অস্থিরতার জন্য আন্তর্জাতিক পর্যায়ে মালদ্বীপের ভাবমর্যাদা বিনষ্ট হয়েছে এবং তা পুনরুদ্ধার করার ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
দুনিয়া মামুন এর আগে মুহাম্মদ ওয়াহিদের সরকারে উপ পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।