সৌদি আরবে প্রবল বর্ষণে ১৫ জনের মৃত্যু
সৌদি আরবের রাজধানী রিয়াদসহ আশপাশের এলাকায় প্রবল বর্ষণ এবং আকস্মিক বন্যায় অন্তত ১৫ জন মারা গেছেন। এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরো আটজন। দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপ জানিয়েছে, শুধু সোমবারই বন্যায় তিগ্রস্তদের কাছ থেকে তারা সাত হাজার ফোন কল পেয়েছে যাদের সবাই বন্যা এবং জলাবদ্ধতা থেকে রার জন্য সিভিল ডিফেন্সকে সাহায্য করার অনুরোধ জানিয়েছেন। সিভিল ডিফেন্স আরো জানিয়েছে, তারা এরই মধ্যে ৮০০ মানুষ এবং ৪৫০টি গাড়ি উদ্ধার করেছে। এমন বৈরী আবহাওয়া আরো কয়েক দিন স্থায়ী থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদফতর। সিভিল ডিফেন্স বিভাগের মুখপাত্র কর্নেল সাইদ সারহান মক্কায় জানান, আবহাওয়া ও পরিবেশ দফতর দক্ষিণ মক্কা, কুনফুদা আল লায়ছ ও তায়েফ অঞ্চলে ঝোড়ো মেঘের পূর্বাভাষ দিয়েছে।