তাহরির স্কয়ারে সেনাবিরোধী বিক্ষোভ
মিসরের রাজধানী কায়রোতে আবারো সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ করেছে হাজারো মানুষ। সোমবার রাতে ঐতিহাসিক তাহরির স্কয়ারে বিােভকারীরা সেনাপ্রধান আবদুল ফাত্তাহ আল সিসির বিরুদ্ধে স্লোগান দেন। রয়টার্স। সোমবারের বিক্ষোভ শুরু হয় মিসরের স্থানীয় সময় বিকেলে। তাহরির স্কয়ার এ সময় সেনা ও পুলিশের সামরিক যান নিয়ে ঘেরাও করে রেখেছিল। বিক্ষোভকারীরা এ সময় ‘সিসি আমাদের প্রেসিডেন্ট হতে পারে না’ বলে স্লোগান দেন। তবে পুলিশ ও সেনাবাহিনী কেন বিােভকারীদের বাধা দেয়নি তা বোধগম্য নয়। সাধারণত সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভের সময় পুলিশ ও সেনাবাহিনী তাতে বাধা দিয়ে থাকে। দুই বছর আগে সেনাবাহিনীর সাথে সংঘর্ষে ৪২ জন নিহত হওয়ার প্রতিবাদে এই বিক্ষোভ করেন মিসরীয়রা। এই দিনে কায়রোর তাহরির স্কয়ারে সংঘর্ষ হয়েছিল। এ দিকে মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন। মুসলিম ব্রাদারহুড নেতাদের বিরুদ্ধে চার্জ গঠনের দায়িত্বে ছিলেন এ কর্মকর্তা। রাজধানী কায়রোর পাশে নাস্থর সিটিতে তিনি প্রাণ হারান। তিন বন্দুকধারী তার ওপর হামলা চালায়। স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, মুহাম্মাদ মাবরুক নামে ওই কর্মকর্তা সাতটি গুলিবিদ্ধ হন। নিরাপত্তা সূত্রগুলো বলছে, হত্যাকাণ্ডের পর হামলাকারীরা নিরাপদে পালিয়ে যেতে সম হয়েছে। সহিংসতাকবলিত রাজধানী কায়রো এবং আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তার মধ্যে হত্যাকাণ্ড ঘটে। নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, নিহত ব্যক্তি প্রেসিডেন্ট ড. মুহাম্মাদ মুরসিসহ মুসলিম ব্রাদারহুডের শীর্ষপর্যায়ের নেতাদের বিরুদ্ধে চার্জ গঠনের সাথে জড়িত ছিলেন। সেনাবাহিনীর নিয়োগ করা অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হাজেম আল- বেবলাবি এ হত্যাকাণ্ডের নিন্দা করেছেন।