সীতাকুণ্ডে গুম হওয়া জামায়াত নেতার লাশ উদ্ধার
গুম হওয়া সীতাকুণ্ডের জামায়াত নেতা আমিনুল ইসলাম আমীনের লাশ বুধবার ভোরে পাওয়া গেছে। ডিবি পুলিশের পরিচয়ে গত রোববার কুমিল্লা থেকে তাকে অপহরণ করা হয়েছিল। গুলিবিদ্ধ অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে। এসময় তার চোখ, মুখ ও পা বাঁধা ছিল। রাজনৈতিক কারণে আওয়ামী লীগের সদস্যরা তাকে খুন করিয়েছে বলে জামায়াত অভিযোগ করেছে। নিহত আমিনুল ইসলাম আমিন (৪০) ছিলেন সীতাকুণ্ডের বরফকুণ্ড ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি এবং চট্টগ্রাম চেম্বার্স অ্যান্ড কমার্সের সদস্য। নিহতের ভাই মো. বেলালউদ্দিন লাশটি তার ভাইয়ের বলে শনাক্ত করেন। স্থানীয় জামায়াত নেতা আনোয়ার সিদ্দিকী চৌধুরী অভিযোগ করেছেন, রোববার কুমিল্লার চৌদ্দগ্রামের হাইওয়ে গ্রিন ইন রেঁস্তোরা থেকে তাকে ধরে নিয়ে যায়। নিহত আমিনুল ইসলাম ওইদিন স্ত্রী ও সন্তান নিয়ে ঢাকাস্থ শ্বশুরবাড়ি থেকে বাসে করে বাড়ি ফিরছিলেন। বাসটি যাত্রাবিরতিকালে হাইওয়ে গ্রিন ইনে নাস্তা করার সময় তাকে মাইক্রোবাসে করে অপহরণ করা হয়। স্থানীয় লোকজন অভিযোগ করেছেন, আজ ভোর ৪টার দিকে তারা পরপর দুটি গুলির শব্দ শোনেন। তারা এরপর ঘটনাস্থলে গিয়ে লাশটি দেখতে পান। তার মাথায় দুটি গুলির চিহ্ন ছিল। লাশ শনাক্ত হওয়ার পর জামায়াতে ইসলাম ও ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা মহাসড়ক অবরোধ করে। এলাকায় এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে।