রিজিওন সেরা রেষ্টুরেন্ট লাফবারার দি টেইষ্ট অব ইন্ডিয়া
লাফবারা শহরের ‘দি টেইষ্ট অব ইন্ডিয়া’ ইষ্টমিডল্যান্ড রিজিওনের সেরা রেষ্টুরেন্ট হিসেবে এশিয়ান কারি এওয়ার্ড লাভ করেছে। গত ১৭নভেম্বর লন্ডনের পার্কলেনের গজভারনার হাউজের দি গ্রেট রুমে অনুষ্ঠিত তৃতীয় এশিয়ান কারি এওয়ার্ডে প্রতিষ্টানটির সত্বাধিকারী বিশিষ্ট ব্যাবসায়ী সাহিদ আলী এই এওয়ার্ড গ্রহন করে বলেন স্বাস্থ্যসম্মত খাবার, কাষ্টমার সেবা ও রেষ্টুরেন্টের মান বিবেচনা করে বিচারকরা তাঁকে এই এওয়ার্ডের বিজয়ী ঘোষনা করেন। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার গন্ধবপুরের অধিবাসী মিঃ সাহিদ আলী ১৯৭৫ সালে পরিবারের সাথে ছোট বেলায় বিলেতে আসেন, লেখাপড়া শেষ করে ১৯৮৭ সাল থেকে শুরু করেন রেষ্টুরেন্ট ব্যাবসা। ১৯৯৪ সালে লাফবারা শহরে চালু করেন ‘দি টেইষ্ট অব ইন্ডিয়া’। এর পর তাঁকে আর পেছনে তাঁকাতে হয়নি। তিনি বলেন সুস্বাধু খাবারের জন্যে লাফবারা ছাড়াও দূর দূরান্ত থেকে কাষ্টমাররা আসেন তার রেষ্টুরেন্টে। তিনি এওয়ার্ড পেয়ে খুবই আনন্দিত। ্এওয়ার্ড গ্রহন করতে মান্সফিল্ডের বিশিষ্ট ব্যাবসায়ী ও কমিউনিটি নেতা তার বন্ধু ফয়ছল চৌধুরী ও পরিবারের সদস্যদের সাথে নিয়ে এওয়ার্ড গ্রহন করতে উপস্থিত হয়েছিলেন কারি ্এওয়ার্ড অনুষ্টানে।