নিজামীর মামলার রায় যেকোনো দিন
জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর মামলার রায় যেকোনো দিন হবে। তার বিরুদ্ধে আনীত মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের পাল্টা যুক্তিতর্ক বুধবার শেষ হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমান (সিএভি) রাখেন। বুধবার বিকালে প্রসিকিউশনের লিগ্যাল পয়েন্টে যুক্তি উপস্থাপন শেষে বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। আজ রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন করেন প্রসিকিউটর ড. তুরিন আফরোজ, সৈয়দ হায়দার আলী ও মোহাম্মদ আলী। আজ প্রসিকিউশন কিছু ডকুমেন্ট ট্রাইব্যুনালে দাখিল করলে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম এতে আপত্তি জানান। তাজুল এ বিষয়ে আগামীকাল দুই ঘণ্টা শুনানির জন্য সময়ের আবেদন করলে ট্রাইব্যুনাল তা নাকচ করে দেন। গত ১৩ নভেম্বর মাওলানা নিজামীর পক্ষের সিনিয়র আইনজীবীরা আদালতে না আসায় মামলার রায় যেকোনো দিন দেয়া হবে মর্মে অপেক্ষমাণ রেখে দেন ট্রাইব্যুনাল। এরপর ১৪ নভেম্বর আসামিপক্ষের আইনজীবীরা ট্রাইব্যুনালের আদেশ পুনর্বিবেচনার আবেদন করেন। ওই আবেদনের শুনানি শেষে ট্রাইব্যুনাল ফের যুক্তি উপস্থাপনের সময় দেন। আসামিপক্ষ গত তিন দিন যুক্তি উপস্থাপন করেন। এর আগে ৩ থেকে ৬ নভেম্বর প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী, মোহাম্মদ আলী ও ব্যারিস্টার তুরিন আফরোজ তাদের যুক্তি উপস্থাপন শেষ করেন।