ট্রেনের ভেতর বিবস্ত্র তরুণী কাণ্ড
শনিবার আমেরিকার শিকাগো শহরের গ্রানভিল স্টেশনে ১২ টার টিকেট কেটে সবাই অপেক্ষা করছিল ট্রেন ছাড়ার আশায়। শিকাগো শহরের এই স্টেশনটি খুবই ব্যস্ত থাকে যাত্রী পরিবহণে। কিন্তু যাত্রার সময়ই ঘটে বিপত্তি। ৩১ বছর বয়সী এক নগ্ন তরুণী ট্রেনের দরজার ফাঁক গলে ঢুকে পড়ে আর নিজেকে ট্রেনের দেবী বলে দাবি করে।
তরুণীটি চিৎকার করে বলতে থাকে, ‘আমি ছিলাম এই ট্রেনের দেবী’ আর দৌঁড়াতে শুরু করে।এবং কয়েকজন পুরুষ যাত্রী আক্রমনাত্মকভাবে আঘাত করতে চেষ্টা করে। এমনকি নিরাপত্তাকর্মীও তার থেকে রেহাই পায়নি।
এ অবস্থা দেখে কেউ কেউ চোখ ঢাকলেও নিরাপত্তারক্ষীদের সাহায্যের জন্যও চিৎকার শুরু করেন অনেকে। নিরাপত্তারক্ষীরা এসেও তাকে যখন বের করতে পারছিল না তখন পুলিশের সাহায্য নিতে হয়।
১৫ থেকে ৩০ মিনিটের চেষ্টায় পুলিশ এই নগ্ন তরুণীকে বের করে এবং হাসপাতালে নিয়ে যায়। পুলিশ বলছে এই তরুণী মানসিকভাবে অসুস্থ।