ব্রিটেনে গৃহহীন মানুষ বেড়েছে রেকর্ড পরিমাণ

Home Less in UKব্রিটেনে গৃহহীন মানুষের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। গৃহহীন ছিন্নমূল মানুষের পক্ষ থেকে পাওয়া সাহায্যের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আশঙ্কার কথা জানিয়েছে দেশটির গৃহ বিষয়ক দাতা সংস্থা।
দাতব্য সংস্থাটি জানিয়েছে, গত বছর দেশের বিভিন্ন অঞ্চল থেকে সহায়তার জন্য এক লাখ ৭৫ হাজার মানুষ সাহায্যের আবেদন করেছে। প্রতিদিন গড়ে ৪৭০ জন গৃহহীন মানুষ দাতব্য সংস্থাটির কাছে আবেদন জানায় বলে উল্লেখ করেছে সংস্থাটি। আজ (বুধবার) দেশটির ইন্ডিপেনডেন্ট পত্রিকা এ খবর দিয়েছে।
সহায়তার আবেদনের এসব তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, তা আগের বছরের গৃহহীনের তুলনায় ১০ শতাংশ বেড়েছে। দাতব্য সংস্থাটি জানায়, তাদের গৃহ-সহায়তা ওয়েবসাইটে ভিজিটর বেড়েছে ২০ শতাংশেরও বেশি। প্রায় চার লাখের বেশি মানুষ ওয়েবসাইটে সহায়তা খুঁজছে বলে উল্লেখ করে দাতব্য সংস্থাটি।
দাতব্য সংস্থাটি জানিয়েছে, আসন্ন বড়দিনে উদ্বেগজনক সংখ্যক লোকজন বাসস্থান সঙ্কট থেকে উত্তরণে সহায়তার আবেদন করতে পারে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button