ইরানের প্রেসিডেন্ট ড. রুহানিকে ফোন করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানিকে ফোন করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। গত এক দশকের বেশি সময়ের মধ্যে এই প্রথম ইরানের প্রেসিডেন্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রীর মধ্যে টেলিফোনে কথা হলো।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ডাউনিং স্ট্রিটের মুখপাত্র জানিয়েছেন, গতকাল মঙ্গলবার দু’নেতার মধ্যে কথা হয় এবং তারা আজকের জেনেভা বৈঠকসহ নানা ইস্যু নিয়ে আলাপ করেছেন।
ইরানের পরমাণু ইস্যুতে তারা বলেন, জেনেভার সর্বশেষ বৈঠকের মাধ্যমে এ বিষয়ে অনেক অগ্রগতি হয়েছে এবং আজকের আলোচনা থেকে দু’পক্ষকে সম্ভাব্য সব সুযোগ নিতে হবে।
টেলিফোন সংলাপে ড. রুহানি ও ডেভিড ক্যামেরন সিরিয়ার পরিস্থিতি নিয়েও কথা বলেন। এ সম্পর্কে ডাউনিং স্ট্রিটের মুখপাত্র বলেন, রাজনৈতিক উপায়ে সিরিয়ার সহিংস রক্তপাত বন্ধের বিষয়ে দু’নেতা একমত হয়েছেন। এছাড়া, ইরান ও ব্রিটেনের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও তারা আলোচনা করেছেন এবং সম্পর্ক উন্নত করার জন্য দু’দেশ প্রচেষ্টা চালাবে বলে একমত হয়েছেন।