দুদক আইনের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াবে : ভারপ্রাপ্ত চেয়ারম্যান

দুদক আইনের বিরুদ্ধেজনগণ রুখে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কমিশনার সাহাবুদ্দিন চুপ্পু। বৃহস্পতিবার দুপুরে জাতীয় শিল্পকলা একাডেমিতে দুদকের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। কমিশনার বলেন, আমরা প্রতিবছর যে উচ্ছ্বাস ও উল্লাসে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করি, সেই উল্লাস আমাদের মধ্যে এবার নেই। দুদক আইন সংশোধন করে আমাদের উচ্ছ্বাসে ভাটা ফেলে দিয়েছে। দুদক আইন-২০১৩ সংশোধনের ব্যর্থ প্রয়াস কখনোই আলোর মুখ দেখবে না। এই আইন সংশোধন সংবিধানের সাথে সাংঘর্ষিক উল্লেখ করে তিনি বলেন, দুদক আইনে (৩) এর (২) ধারায় কমিশনকে স্বাধীনতা দেয়া হয়েছে। এছাড়া (২৪) ধারায় মোতাবেক সকল কর্মকর্তা স্বাধীনভাবে কাজ করতে পারবে। কিন্তু সংশোধনী আইন (৩২) এর (ক) ধারায় (সি আর পি সি ১৯৭) ধারা যোগ করে কর্মকর্তাদের স্বাধীনতা হরণ করা হয়েছে। এ আইনে কর্মকর্তাদের হাত পা বেঁধে দেয়া হয়েছে উল্লেখ কারে তিনি বলেন, আগে দায়িত্ব পালনকালে সিভিল এবং ক্রিমিনাল কোর্টে দুদক কর্মকর্তাদের প্রশ্নের সম্মুখীন হতে হতো না। কিন্তু এ সংশোধনী আইনে উল্লেখ করা হয়েছে, যদি তাদের আনীত অভিযোগ প্রমাণিত না হয়, তাহলে দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তাকে তিন থেকে চার বছরের কারাভোগ করতে হবে। দুদক সচিব ফয়জুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রেসিডেন্ট বোর্ড অব ট্রাস্টি ড. মো. ফরাসউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন দুদক কমিশনার নাসির উদ্দিন। এর আগে সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে দিনটির কর্মসূচি শুরু হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button